ভাবনার শুরুটা এখানেই

 Legacy বলতে কিছু নেই। আমরা আসলে কিছু রেখে যেতে পারি না। আমাদের মৃত্যুর সাথে সাথেই আমাদের গল্পগুলো শেষ হয়ে যায়।

আমাদের সন্তানেরা আমাদের থেকে সম্পূর্ন আলাদা রকমের মানুষ। আমাদের কোন কিছু তারা বহন করে নিয়ে যাবে সেরকমটা হয় না। 

আপনার যা অর্জন তা আপনার একান্তই নিজস্ব। বিজ্ঞানীর ছেলেও যদি বিজ্ঞানীও হয়, তবে সেটা তার একান্তই নিজের চেষ্টায়।

অহেতুক বিশাল সম্পদ অর্জন করতে গিয়ে নিজের ছোট্ট জীবনকে উপভোগ না করতে পারাটা তাই মূর্খতা।

অনেক রাজার ছেলেও শেষ পর্যন্ত রাজা হতে পারেনি। অনেক বিশাল সাম্রাজ্য অচিরেই ডুবে গেছে ইতিহাসের পাতায়।

তাই আপনি বংশধর না রেখে গেলে পৃথিবীর কোন অপূরণীয় ক্ষতি হয়ে যাবে না।

যা করছেন নিজের জন্যই করছেন। 

বেঁচে থাকাটা উপভোগ করতে শিখুন।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন