কবিতা হঠাৎ করে মনে পড়ে
একটা কবিতার কথা ভাবতেছিলাম মাথায় অল্প কয়েকটা লাইন এসেছে কিন্তু পুরোটা আসছে না, ভাবলাম সেটাই লিখে রাখি। অন্যসময় মনে পড়লে বাকিটা লেখা যাবে।
যেতে যেতে হঠাৎ যদি ফিরে দেখি
পাশে হাঁটার কেউ নেই
ভালো নেই, মন ভালো নেই
পথটা আর চেনা নেই।
আমি অনেকবার পথ হারিয়েছি। গন্তব্য থেকে অনেক দূরে সরে গিয়েছি। জানিনা কোন দৈব বলে ভেংগে পড়ার ঠিক আগে আগেই কোন না কোন এক বন্দরে ভিড়ে গেছি।
পথ চেনা নেই। যাদের সাথে পথে দেখা তারাও এক সময় ছেড়ে চলে যাবে এই ভাবনাটাই প্রতিনিয়ত কুরে কুরে খায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন