কবি অথবা কাক?
অনেক আগে একবার হয়তো হুমায়ূন আহমেদের কোন একটা বইয়ে পড়েছিলাম ঢাকা শহরে কাকের থেকে কবির সংখ্যা বেশি।
আসলেই?
শব্দের পর শব্দ সাজালেই কিন্তু কবিতা হয় না। কবিতা লেখার জন্য একটা ব্যাথা অনুভব করতে হয়। আবার সব ব্যথিত মন আর সব কষ্টের কথাই কবিতা হয়না।
এটা একটা অদ্ভুত সমীকরণ। কেউ কেউ সারা জীবন কবিতা লিখেও কবি হয় না। আর কেউ কেউ একটা লাইন লিখেই মনে আজীবনের জন্য দাগ কেটে যায়।
আমি কবি হতে চাই না। আমি যেটা হতে চাই সেটা হচ্ছে গল্পকার। বিশেষ করে সাইন্স ফিকশন আমার খুবই পছন্দের।
মাথায় নিত্য নতুন আইডিয়া আসে, কিন্তু সেটা গল্পের আকারে রূপ দেয়াটা বেশ কষ্টের।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন