এই বৃষ্টি

সকাল থেকেই ধুমাইয়া বৃষ্টি পড়তেসে। কালকে রাতেই ভাবছিলাম, আগের মত সারাদিন বৃষ্টি পড়বে এরকম দিন ঢাকায় খুব একটা দেখছি না। সকালেই ইচ্ছা পূরণ।

বৃষ্টির শব্দ আমার খুব পছন্দের। আশেপাশে টিনের চাল নেই। তবে কংক্রিটের উপর আলাদা একরকম বাজনা বাজছে। এটাও মন্দ না। আমার বারান্দায় আকাশের একটা ডিশ লাগানো আছে। সেখানে নিয়মিত লয়ে টুং টাং শব্দ হচ্ছে।

হঠাৎ মনে পড়ল, আজকে তবে রিকশাওয়ালাদের ঈদের দিন। ঢাকা পানির নিচে খুব দ্রুতই চলে যায়। এতে তাদের ব্যবসা বাড়ে। আমার কি? আমারতো চাকরি নাই, কোথাও যাবার তাড়া নাই :)

পরক্ষনেই মনে পড়ল, আজকে শুক্রবার, কারোই খুব তাড়া নাই। অন্যদিন নিজে সকালে চা বানাই না। আজকে মনে হলো, এইরকম বৃষ্টিতে চা মন্দ না। যদিও আমার চা রেডিমেড। খাবারের ব্যপারে আমি খুব কৃচ্ছতা বজায় রাখি।

আমার বারান্দা আর জানালা দিয়ে একটুকরো আকাশ সবসময়ই দেখা যায়। তাই দেখছি আর এক কাপ চা। ব্যাকগ্রাউন্ডে অ্যালেক্সা চিৎকার করছে,

"চার চার চৌকো জানালায়
আমায় দেখে হাতটা বাড়ায়
আকাশ দেখে দিচ্ছি ছুট
মাথার ভেতর শব্দজট..."

জীবনের এই ছোট ছোট সময়গুলো খুব আনন্দের। আমি রুমের ফ্যান-লাইট সব বন্ধ করে দিয়ে বৃষ্টির শব্দ শুনছি। শব্দজট কাটানোর চেষ্টা করছি। অনেকদিন হলো গল্পে ফিরতে পারছিনা। গালভরা নামে এটাকে "Writer's Block" বলে। কিন্তু আমার পছন্দ "শব্দজট"।


 


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন