জীবন দর্শন-১

 

যে তোমার মতামত গ্রহন করে না, তার কোন কিছুর দায়ভার গ্রহন করতে তুমি বাধ্য নও।

 

বারবার ক্ষমা করে দেয়াটা দূর্বলতার লক্ষন।

 

ভালোবাসা চিরদিন একই রকম থাকে না। তরল পদার্থের মত সময়ের সাথে সাথে সে আকৃতি বদলায়। কাউকে অবহেলা করার আগে দশবার চিন্তা করবে।

 

একশ দিন ভালো ব্যবহার করো, মানুষ সেটা মনে রাখবে না। একদিন খারাপ ব্যবহার করো, সেটাই তোমার পরিচয়। একারনেই নিপাট ভদ্রলোক হয়ে ওঠা হয় না আমার।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন