নিলির ভালোবাসা
আমি সায়েন্স ফিকশনের পাঁড় ভক্ত। ছোটবেলা থেকেই পড়ে আসছি।
সদ্য শেষ করলাম "মোশতাক আহমেদের" - নিলির ভালোবাসা - নামের একটা সায়েন্স ফিকশন।
খুবই আশাহত হলাম। ভদ্রলোক নাকি খুব নামকরা লেখক। কিন্তু এটাকে ঠিক সায়েন্স ফিকশন না বলে একটা চিত্রনাট্য বললে ভাল হয়। কোন বিশেষ রহস্য নেই। একজন পৃথিবীর মানুষ এবং আরেকজন ভিন গ্রহের নীল রঙের মেয়ের ভালোবাসার মিনমিনে গল্প।
অহেতুক অনেক বর্ননা। বইটা বেশ বড়, কিন্তু মূল উপদান শূন্য।
বিজ্ঞান কল্পকাহিনীর কোন চটক নেই। অহেতুক কিছু টাকা খরচ করে বইটা কিনলাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন