পুষ্প আপনার জন্য ফোটে না
আমার মনে হয় এই কথাটা অনেক কবি সাহিত্যিকই বলে গেছেন।
আবেগেময় কথা। জগতে যা কিছু ঘটে তা নির্দিষ্ট কার্য কারনেই ঘটে। মানুষ যেমন তার বংশ বিস্তারের জন্য সবথেকে সুন্দরী নারী বা শক্তিশালী পুরুষ খোঁজে, তেমন সকল প্রানি এবং উদ্ভিদকুলেও ঘটে।
ফুল নিজের বংশ বিস্তারের জন্যই প্রকৃতিতে নিজেকে সাজায়। মানুষকেও আকৃষ্ট করে একারনেই। যে ফল আপনি খান আর যে ফুলের গন্ধে বিমোহিত হয়ে কবিতা লেখেন, তা শুধু মাত্র গাছের পরাগায়ণে এবং বংশ বিস্তারে সাহায্য করার জন্যই তৈরি হয়।
পুষ্প নিজের জন্যই ফোটে। পুরো পৃথিবীর বাস্তুসংস্থান এভাবেই চলে।
প্রানী হত্যা মহাপাপ, এটা কোন কোন ধর্মে থাকলেও বাস্তুসংস্থানে এর কোন ঠাঁই নেই। খাদ্য শৃঙ্খলের কে কাকে মারবে এবং খাবে সেটা কোটি কোটি বছরের "ইভোলিউশন" ইতিমধ্যে ঠিক করে দিয়েছে।
আমরা মানুষ হিসেবে প্রানী প্রেমীও নই। আমাদের প্রানী প্রেম খুব "সিলেক্টিভ"। আমরা বেড়াল, ঘোড়া এসব খাই না। কেউ কেউ হয়ত খায়। কিন্তু ছাগল, গরু, মহিষ, মুরগী, পাখি ইত্যাদি দেদারসে হত্যা করি এবং খাই। এটাই স্বাভাবিক।
খাদ্য শৃঙ্খলে আমরা সর্বভূক।
জগতটাই টিকে আছে Survival of the fittest এর নীতিতে। মানুষ সেই ফিটনেস এর বিচারে সব থেকে smartest ও বটে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন