ভুল থেকে শেখা অথবা আবেগে ডুবে যাওয়া

আমার এক স্কুলের সহপাঠী প্রায় তিন বছর আগে হুট করে একদিন আমাকে ফোন করে কিছু টাকা ধার চাইল। আমি স্বভাবতই তার ফোন পেয়ে কিছুটা অবাক হয়েছিলাম। কারন জীবনের ব্যস্ততায় সবাই বেশ দূরে সরে গিয়েছে। কারো সাথে কারো যোগাযোগ নেই। সেখানে অনেকদিন পরে ফোন দিয়ে টাকা ধার চাওয়াটা সে সাধারণ হিসেবে ধরে নিলেও আমি কিছুটা বিব্রত হয়ে গেলাম।

আমি না করার পরেও সে আরো দু-একবার ফোন দিলো এবং  শেষ পর্যন্ত আমি তাকে একহাজার টাকা বিকাশ করে দিলাম। যথারীতি সে এই টাকা আর ফেরত দিলো না। আর কোনদিন ফোনও দিল না।

দুইদিন আগে সে আবার ফোন করে টাকা চাইল। এবার পরিমানটা কিছুটা বেশি। আমি কিন্তু এবার আর ভূল করলাম না। তাকে না করে দিয়েছি সরাসরি। 

মানুষকে টাকা ধার দেয়া, বা বাকিতে কাজ করে দেয়া এই জিনিসগুলো আমার বেশ অপছন্দের। ধারের অভিজ্ঞতাও ভাল না। বেশিরভাগ মানুষই ধার নিয়ে আর ফেরত দেয়নি। চাইতে গেলে এমন ভাব করে যেন আমি অতীব লজ্জার কোন কাজ করে ফেলেছি।

ভূল থেকে শিক্ষা নিয়েছি, তাই অধিকাংশ ক্ষেত্রেই এখন না বলে দেই মুখের উপর। টাকা দিয়ে সম্পর্ক নষ্ট করার থেকে, না দিয়ে দূরে থাকাটাই ভালো।

অর্থ কখনোই অনর্থের মূল নয়, যোগ্যতার থেকে বেশি লোভ করাটাই অনর্থের মূল। মানি ম্যানেজমেন্ট নামক একটা বিষয় আছে যেটা বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষ জানেন না। তাদের দারিদ্রতা তাই কোনদিন কাটে না। 

এককোটি টাকা পেলে আপনি কি করবেন এই প্রশ্নের জবাবে তাই একেকজন একেক রকম উত্তর দেয়। খুব কম লোকজনই বলে নিজের পেছনে ইনভেস্ট করব, নিজেকে আরো বুদ্ধিমান বানাতে বা ব্যবসায় ইনভেস্ট করব। তাই টাকা হলেই যে সেটা দিয়ে আপনি আরো টাকা বানাতে পারবেন সেটারও নিশ্চয়তা নেই।


 

দানে টাকা বাড়ে না, তবে মানসিক তৃপ্তি পাওয়া যায়। নিজেকে অন্যের থেকে সুপিরিওর ভাবার একটা সুযোগ আসে। এটার সামাজিক আর ধর্মীয় গুনাবলি আছে। আমরা সেই পরিমান টাকাই দান করতে পারি যেটা চলে গেলে আমাদের নিজেদের জীবন যাপনে সমস্যা হবে না। ধারের ক্ষেত্রেও তাই এমন পরিমান ধার দেয়া উচিৎ যেটা ফেরত না পেলে আপনার সমস্যা হবে না।

আবেগের বশে নেয়া যেকোন সিদ্ধান্ত আপনাকে ডোবাবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তাই দেখেছি। অনেক খারাপ লাগলেও তাই এখন যুক্তি দিয়ে চিন্তা করার চেষ্টা করি এবং ধার না দেয়ার সিদ্ধান্ত নেই। আমি এই ভুল করে শিখেছি। 

আপনার জীবন যাপন হতে হবে খুব সাদামাটা। যেটার দরকার নেই সেটা কখনো কিনতে যাবেন না। শুধুমাত্র মানুষের সাথে প্রতিযোগিতা করার জন্য বা স্ট্যাটাস সিম্বল হিসেবে কোন বস্তু বা সেবা কেনা মানে আপনি একটি নির্দিষ্ট চক্রে ঢুকে গেছেন।

প্লেনের ইকোনমি  ক্লাসে যদি ভ্রমন করতে সমস্যা না হয়, তবে বিজনেস ক্লাসের টিকিট কাটা অপচয়ের সামিল। যাদের চেনেন না জানেন না তাদেরকে দাওয়াত দিয়ে নিজেকে জাহির করাটাও অর্থের অপচয়। দাওয়াতে গেলে অতিরিক্ত অর্থ যদি ব্যায় হবার সম্ভাবনা থাকে বা কোন ব্যবসায়িক ফায়দা না হয়, তবে সেই দাওয়াত এড়িয়ে যাওয়াটাই যৌক্তিক। 

আপনি একবার কারো দ্বারা প্রতারিত হতে পারেন, বা প্রথমবার সে আপনাকে বোকা বানাতে পারে, কিন্তু, একই ব্যক্তি যদি দ্বিতীয়বারও আপনাকে বোকা বানাতে পারে তবে বাস্তবিকই আপনি একটা মূর্খ।



মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন