বাঙ্গালীর রেসিজম

চিন্তা-ভাবনা করাটা কঠিন একটা কাজ। বেশিরভাগ মানুষ এই কাজে অক্ষম। তাই যে কোন ঘটনায় তারা হুট করে একটা সিদ্বান্তে চলে আসে, একটা রায় দিয়ে দেয়। এই রায়টা নির্ভর করে ব্যাক্তির শিক্ষাগত যোগ্যতা আর কি ধরনের তথ্য তার কাছে আছে সেটার উপর।

বাংলাদেশের মানুষ যে কোন ঘটনায় কোন ব্যক্তিকে যখন "খারাপ বা ভালো"র সনদ দেয়, তখন তারা দুটো জিনিসের পরিচয় দেয়, দলান্ধতা আর ধর্মান্ধতা।

আপনি কোন রাজনৈতিক দল করেন আর কোন ধর্মের অনুসারী, সেটার উপর নির্ভর করবে আপনি ভালো না খারাপ। সামষ্টিক ভাবে জাতি হিসেবে বাঙ্গালী খুবই উঁচু মানের রেসিস্ট। ব্যাক্তি বিশেষে অনেক ভালো মনের মানুষ আমি দেখেছি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন