বংশানুক্রমিক ঘৃণা

আমার কিছু ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দুই ধরনের মানুষকে এড়িয়ে চলি। রাজনৈতিক আর ধার্মিক। এরা প্রচন্ড পরিমানে হিপোক্রেসি নিয়ে জীবন যাপন করে। 

রাজনীতি যারা করে তারা সত্য বলে না, চাইলেও বলতে পারে না। তবে লোকে এদের ভয় পায়, সমীহ করে কারন মানুষের ক্ষতি করার ক্ষমতা এদের আছে।

আবার আশেপাশে, এমনকি নিজ পরিচিত জনের মধ্যেও যত ধার্মিক আমি দেখেছি তারা কেউই সৎ নয়। এরাও অনবরত মিথ্যা বলে এবং অদ্ভুত বিষয় হচ্ছে এরা মনে প্রচন্ড রকমের অস্বাস্থ্যকর একটা ঘৃণা নিয়ে জীবনযাপন করে।

কোন শিশুকেই আমি বর্ণবাদী আর ঘৃণা পোষন করতে দেখিনি। এরা সবার সাথে সমানভাবে মিশতে পারে। কিন্তু বড় হতে হতে এরা শিখে যায় কিভাবে একটা বিশেষ রঙকে ঘৃণা করতে হয়, কোন জাতিকে ঘৃণা করতে হয়। এই অসুস্থ মানসিকতা প্রাপ্তবয়স্করা শিশুদের মাঝে চালান করে। বংশানুক্রমে এই বিভাজনের খেলা চলছে।


মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন