মানুষ আর বানর

ডারউইন সাহেব একটা সাধারণ পূর্বপুরুষের কথা বলে ধরা খেয়ে গেছেন তাবৎ ঈশ্বরপ্রেমী মানুষের কাছে। বুঝে না বুঝে লোকটাকে হেয় করা হচ্ছে প্রায় দুইশ বছর ধরে।

কিন্তু আচরনগত দিক থেকে আমি খুব সাদৃশ্য পাই, মানুষ  আর বানরের মাঝে। এদেরকে একটু আদর দেখালেই মাথায় উঠে বসে।

মাথা থেকে নামাতে হলে আছাড় দিতে হয়।

 
 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন