আমার পতাকা, আমার লাল সবুজ
আজকে বিজয় দিবস। বাংলাদেশ যেদিন পূর্ণরুপে স্বাধীন হয়েছে। শুধু বাঙালীর জন্য একটা ভূ-খন্ড, ভাবতেই অন্যরকম একটা অনুভূতি হয়। আমি যতদিন বেঁচে থাকব আমার এরকমই লাগবে। ছোটবেলায় এসময় আমরা পতাকা লাগাতাম, সারাদিন ঘুরে বেড়াতাম আর অকারনেই খুশি হতাম। বয়সের সাথে সাথে অনেক আনন্দই ঝরে গেছে। আমাদের এলাকায় বাচ্চাকাচ্চাদের একটা দল ছিলো। বাঁশের মাথায় সুতা দিয়ে পতাকা লাগিয়ে আমরা স্মৃতিসৌধ বানাতাম। ক্রিকেট খেলতাম। সবাই মিলে চাঁদা দিয়ে বল আর লাল রঙের টেপ কেনা হত সেজন্য। সারাদিন মৌজমাস্তি।
২০২৪ এ এসে ১৬ ডিসেম্বরে অন্যরকম বাংলাদেশ দেখছি। গত বছরের থেকে শব্দ দূষন অনেক কম। কাছেপিঠে কোথাও দেশাত্ববোধক গান বাজছে "জন্ম আমার ধন্য হলো... মাগো...।" শুনতে খুব একটা খারাপ লাগছে না, শ্রাব্যতার সীমার মধ্যে আছে আর মিউজিক সিস্টেমও ভালো। এখনও পর্যন্ত কেউ র্যাপ গানের তরজমা শুরু করে নাই।
নিজের একটা দেশ পাবার অনুভূতি যারা ৭১ এ যুদ্ধ করেছিলেন তারাই সবচেয়ে বেশি ভালো বুঝতে পেরেছেন। আমরা পরে জন্ম নেয়ারা সবকিছুই গ্রান্টেড হিসেবে নিয়ে নিয়েছি। আমরা জন্ম নিয়েছি স্বাধীন একটা দেশে, একটা লাল সবুজ পতাকা নিয়ে। আমাদের জন্য যারা এই ভূ-খন্ডকে উন্মুক্ত করে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। তারা তাদের দায়িত্ব সম্পন্ন করেছেন।
উপরের ছবিটা এআই (AI) দিয়ে বানানো। আমি কল্পনা করি কোন একদিন আমাদের এই চিহ্নটুকু এভাবেই আমরা চাঁদের বুকেও রেখে আসব। হাসবেন না, কল্পনা করতে দোষ নাই।
বড় হবার পর, যখন বুঝতে শিখেছি, ইতিহাসের পাঠ পড়া শুরু করেছি, জেনেছি - বর্ডার, দেশ, জাতীয়বাদ এসবের উপরে উঠেও মানুষের আলাদা একটা ধর্ম আছে। আমি মানুষের সেই সম্প্রীতিতে বিশ্বাস করি। কিন্তু তারপরেও নিজের একটা পরিচয় থাকলে ভালো লাগে। সবাইকে বলা যায়, আমি পৃথিবীর এই ভূ-খন্ড থেকে এসেছি। এই যে দেখো আমার পতাকা।
আদিম মানুষ প্রতিযোগিতা করে টিকে থাকত। মারামারি করত জায়গার জন্য, খাবারের জন্য, ক্ষমতার জন্য, বিশ্বাসের জন্য। আমরা এখনও তাই করে যাচ্ছি ভিন্ন আঙ্গিকে। আধুনিক হচ্ছি, কিন্তু আমাদের ডিএনএতে লেখা নিয়তি বদলে দিতে পারিনি।
একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে সমান অধিকার থাকবে।
সবাইকে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীন জাতি আধুনিক দাসে পরিনত না হোক।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন