অর্থহীন আলাপ
দেখব বলেই অনেক কিছু দেখা হয় না। ঘুমাই, খাই-দাই, আবার ঘুমাই। জীবনের সীমিত সময় চলে যায় আনন্দ উপকরণ জোগাড় করতে গিয়ে। এখন মেনে নিয়েছি যে অনেক কিছুই এই জীবনে করা হবে না। অনেক দেশই দেখা হবে না। আগে মনে হত সব করতে পারব। এখন দায়িত্বের ভারে মাথা নুয়ে আসে বারবার। যাদের এখনও বয়স অনেক কম তাদেরকে হিংসে হয়। তাদের দায়িত্বের বোঝা অনেকের থেকে কম।
আমার মত স্বাধীনতা অনেকের নাই, আবার আমার মত শেকলও কেউ পরে নাই। আমরা সবাই আলাদা।
একজন আত্মীয় সেদিন আমাকে বললেন, তিনি ফেইসবুকে আমার লেখা পড়েছেন। আমি মুচকি হাসলাম। কোন লেখাটা জিজ্ঞেস করাতে আর বলতে পারেন নাই। এমনই হয়... হুট করে কিছু একটা পড়ে ভাল লাগে, কিন্তু তারপর আর মনে থাকে না। বর্তমান হচ্ছে "ইনফরমেশন ওভারলোডেড" এর সময়। তথ্য সবচেয়ে বড় হাতিয়ার, এর যথেচ্ছা ব্যবহার হচ্ছে। তথ্য সন্ত্রাস ঘটছে প্রতিদিন। দিনকে রাত, আর সাদাকে কালো বানিয়ে দিতে পত্রিকা, ফেইসবুক আর টিভির জুড়ি মেলা ভার।
ফেইসবুকে আমি আমার লেখার নব্বই ভাগই শেয়ার করি না। এই জায়গাটা পঁচে গেছে। সস্তা কোমর দোলানো উলঙ্গ প্রজন্মের কাছে অর্থবহ লেখার কোন মানে নেই। নিজের জন্য তাই নিজেই একটা নোটবুক বানিয়ে নিয়েছি। এখানেই লিখি যত হাবিজাবি। যাদের একান্তই সময় আছে আমার মাথার ভেতরে উঁকি দেবার তারা এখানে এসেই আমার লেখা পড়বেন, দরকার হলে মন্তব্য করবেন। লেখালেখি কোন স্কুলের প্রতিযোগিতা নয় যে আমাকে সারাক্ষন সব কিছুতেই মতামত দিয়ে যেতে হবে। ফেইসবুক আর সোশ্যাল মিডিয়া হচ্ছে সবজান্তার জায়গা। সেখানে সবাই সবকিছু নিয়ে মতামত দেয়। আমার ভাল লাগে না। অনেক আগে যখন ফেইসবুক শুরু হয়েছিল তখন অনেক ব্যক্তিগত জিনিসই সেখানে শেয়ার করতাম। এখন আর করি না। অভিজ্ঞতা হয়েছে, চুল পেকে গেছে, আগের মত তারুন্য নেই। এখন বেশি পড়ি কম বলি।
রাজনীতি নিয়ে নিজের কিছু পর্যবেক্ষন আছে সেটাও এদেশে বলা যাবে না। সবাই চায় আপনি কোন না কোন দলকে বা মতকে সাপোর্ট করেন। মানুষ হিসেবে আমি সবার প্রতি ভদ্র আচরন করার চেষ্টা করি, কিন্তু সবার প্রতি বা সব মতের উপর আমার শ্রদ্ধা আছে, এটা আমি কোনদিন বলব না।
আমি নিহিলিস্ট মানুষ, এটা অবশ্য অনেক পরে বুঝেছি। এই শব্দটার সাথেও পরিচিত ছিলাম না। জগতের বেশিরভাগ কাজই আমার কাছে অর্থহীন। সেই সাথে মনে হয় কিছুটা সেপিওস্যাক্সুয়ালও বটে। একারনেই অনেকের সাথে আমার জমে না। অযৌক্তিক কিছু দেখলেই ইচ্ছে করে কষে একটা চড় মেরে আসি। কিন্তু ক্ষমতা সীমিত, তাই নিজেকে নিবৃত্ত করি।
বাঙ্গালী হিসেবে জন্মেছি বলে আমার মাঝে আলাদা করে কোন অহংকার বা আবেগ কাজ করে না। বরঞ্চ পদে পদে ঝামেলায় জড়াতে হয় দেখে আফসোস হয় মাঝে মধ্যে। কুয়োর ব্যাঙ হতে পারলে ভালো হত। যারাই ভাল কিছু করতে চায়, তারা দেশ ছেড়ে ভেগে যায়। আমার সামর্থ্য থাকলে হয়ত আমিও থাকতাম না এই নরকের মত শহরে।
এই শহরে নিজের একটা ছোট্ট আবাস করে নেয়ার চেষ্টায় এখনও পরিশ্রম করে যাচ্ছি, অথচ বয়স চলে যাচ্ছে। জগতের আনন্দের অনেক কিছুই দেখতে পারলাম না। আফসোস হয়। এখানে নুন আনতে পান্তা ফুরোয়, অথচ মানুষের লোভের শেষ নাই।
ঢাকার কোন জিনিসটা আমার কাছে বেশি খারাপ লাগে, এটা জানতে চাইল বলব - এখানে লোকেরা ভদ্রতাকে দূর্বলতা ভাবে। গালি দিয়ে নিজের শক্তি যাচাই করতে চায়।
দূরে চলে যেতে মন চায় মাঝে মাঝে, সবকিছু ছেড়ে দিয়ে অনেক দূরে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন