বানিয়ালুলু - শিবব্রত বর্মন
মাঝে মধ্যে কিছু বই পড়লে হুট করে আমার ইউরোপিয়ান সাহিত্যের কথা মনে পড়ে যায়। ওদের গল্প বলার ঢঙটা আলাদা রকমের। বানিয়ালুলু নামের এই সায়েন্স ফিকশন অথবা ফ্যাণ্টাসি বই পড়ে আমার সেরকম একটা অনুভুতি হল।
আমি পাঁড় সায়েন্স ফিকশন ভক্ত। সেটা মুভিই হোক আর বই। ব্ল্যাক মিররের মত সাইফাই ফ্যান্টাসি তাই আমাকে খুব নাড়া দিয়ে যায়। শিবব্রত বর্মনের বানিয়ালুলু অনেকটা সেরকম লাগতে পারে আপনার কাছে। গল্পগুলো একটা নির্দিষ্ট সীমায় বাঁধাটা কঠিন। কখনো মনে হবে পরাবাস্তুব আবার কখনো মনে হবে বিজ্ঞানের সীমার মাঝেই আছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন