বিশ্ব সাহিত্য ভাষন -১ ( মাওলানা জালালুদ্দিন রুমি)

 
মহিউদ্দিন মোহাম্মদ এর লেখা প্রথম বই পড়েছি "আধুনিক গরু-রচনা সমগ্র", এবং তখনই তার ক্ষুরধার মস্তিষ্ক আর প্রাঞ্জল লেখার প্রমান পাই। পাঠককে খুশি করার বদলে তাদের মস্তিষ্ককে ধাক্কা দেয়ার প্রবনতা তার মধ্যে আছে। আমি তাকে একজন যৌক্তিক লেখক হিসেবে পেয়েছি। এজন্যই তার লেখা অবশ্য পাঠ্য। আমার ক্ষমতা থাকলে হয়ত তার কিছু লেখা পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে বলতাম।

এবার বইমেলায় যাবো কিনা সিদ্বান্ত নেইনি। প্রকাশনীগুলো অবশ্য এখন বাসাতেই বই ডেলিভারি করে। তাই বই হাতে পেতে কোন সমস্যা নেই।
 
ফেইসবুক মারফত জানতে পারলাম জালালুদ্দিন রুমিকে নিয়ে তার লেখা একটা বই এসেছে। রুমিকে নিয়ে কমবেশি ফ্যাসিনেশন আমার আছে। অথচ রুমির কাজের যতগুলো বাংলা অনুবাদ আমি পড়েছি সব মোটামুটি অখাদ্য।
 
কিন্তু মহিউদ্দিন মোহাম্মদ আমাকে নিরাশ করেননি।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন